ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০১৬

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি। মাঠের বাইরে কোন্দল। অধিনায়ক এবং কোচ পরিবর্তন। সব মিলিয়ে বেশ হতশ্রী অবস্থায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের ব্যর্থতা ঘুচিয়ে পুরনো উদ্যম ফিরিয়ে আনার লক্ষ্যে এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান দল। এ বছরেরই জুলাই মাসে দীর্ঘ দুই মাসের সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে মিসবাহ-সরফরাজদের দল পাকিস্তান।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ের মহা কেলেঙ্কারির পর এই প্রথম ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। এবং এই সিরিজেই দলের সঙ্গে খেলতে যাচ্ছেন সেই ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ মোহাম্মদ আমির।

সিরিজে পাকিস্তান ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্ট খেলবে। ইংল্যান্ডের সাথে সিরিজের ব্যপারে চূড়ান্ত কথা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ১৪ই জুলাই দুই দলের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।  

সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচিঃ
১৪ জুলাই -১ম টেস্ট (লর্ডস)
২২ জুলাই -২য় টেস্ট (ম্যানচেস্টার)
৩ আগস্ট -৩য় টেস্ট (এজবাস্টন)
১১ আগস্ট -৪র্থ টেস্ট (কেনিংটন ওভাল)
২৪ আগস্ট -১ম ওয়ানডে
২৭ আগস্ট -২য় ওয়ানডে
৩০ আগস্ট - ৩য় ওয়ানডে
১ সেপ্টেম্বর -৪র্থ ওয়ানডে
৪ সেপেম্বর -৫ম ওয়ানডে
৭ আগস্ট -একমাত্র টি-টোয়েন্টি

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।