‘ডিপিএলে ক্রিকেটারদের প্রধান প্রতিপক্ষ গরম’


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১১ এপ্রিল ২০১৬

আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। মাঠে নামার আগে এবার খেলোয়াড়দের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৈরি আবহাওয়া। বিশেষ করে প্রচণ্ড গরমে মাঠেই নানা প্রতিকূল সমস্যায় পড়তে হবে ক্রিকেটারদের। এমন কথাই জানালেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার আল-আমিন হোসেন।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করেন আল-আমিন। এ সময় তিনি আবহাওয়া নিয়ে বলেন, ‘আমার মনে হচ্ছে এবার আবহাওয়া একটা বড় চ্যালেঞ্জ। কারণ প্রচুর গরম পড়েছে। গত তিন চার মাস আমরা শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি, সেখানে এবার ৫০ ওভারের ম্যাচ। প্রথম কয়েকটা ম্যাচে সম্পূর্ণ মাঠে খেলতে পারাও একটা চ্যালেঞ্জ।’

গরম পড়লেও এ নিয়ে ভাবতে রাজি নন আল-আমিন। আর গরমকে কোন অজুহাত হিসেবেও দাঁড় করাচ্ছেন না তিনি। একজন পেশাদার ক্রিকেটার হিসাবে যে কোন পরিস্থিতিতে দলের জন্য খেলে যাওয়াই তার দায়িত্ব বলে মনে করেন আল-আমিন। ঠাণ্ডা-গরম যাই থাকুক, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন বলে জানান এ পেসার।

‘আমরা গরমের মধ্যে খেলি ঠিক আছে, তবে এবার কিন্তু তাপমাত্রা একটু বেশিই। প্রায় ৩৫/৩৬ ডিগ্রি তাপমাত্রা থাকে নিয়মিত। তবে এটাকে কোন অজুহাত হিসেবে নিচ্ছি না। খেলোয়াড় হিসাবে গরম হোক আর ঠাণ্ডাই হোক আমাদের খেলতে হবে এবং সেরাটাই খেলতে হবে।’

তবে ব্যক্তিগতভাবে গরম মোকাবেলার জন্য আলাদাভাবে কাজ শুরু করে দিয়েছেন আল-আমিন। নিজের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত জিমে অনুশীলন করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছি, যাতে মাঠে পুরো ৫০ ওভার থাকতে পারি। তবে একজন পেশাদার খেলোয়াড় হিসাবে আমিসহ সবাইকে সেরাটাই দিবে মাঠে। সেটা টি-টোয়েন্টি হোক আর ওয়ানডেই হোক।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।