সিরিজে সমতা আনল নিউজিল্যান্ড


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

পাকিস্তান দল শোককে শক্তিতে পরিণীত করে মাঠে নামলেও খেলায় আর পেরে উঠল না। নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা ৭ রানে।

নিহতদের স্মরণ করে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯৯ রান করে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ১০৫ বলে ১২ চারে করেন ১২৩ রান।

৩০০ রানের লক্ষ্যে ব্যাট করা পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল ইউনিস খান ও শহীদ আফ্রিদির ব্যাটে। ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর উমর আকমলের সঙ্গে ৯০ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইউনিস খান। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়া ইউনিস এরপর আফ্রিদিকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৭ ওভারে ৬৬ রান যোগ করেন। ২৫ বলে ৪৯ রান করেন আফ্রিদি। ৩৭ বছর বয়সী ইউনিস ১১৭ বলে  করেন ১০৩ রান ।

পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের নির্বিচার হত্যাকাণ্ডের পরের দিন ম্যাচটি খেলায় অনীহাই ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু শেষ পর্যন্ত সম্প্রচার বাধ্যবাধকতা ও নিউজিল্যান্ড বোর্ডের পরামর্শে খেলতে রাজি হয়েছে পিসিবি। সিদ্ধান্ত হয়েছে ম্যাচের আয়ের সবটাই দেওয়া হবে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্কুলকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।