হায়দারাবাদের ‘আগুন’ মুস্তাফিজ


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১০ এপ্রিল ২০১৬

ইনজুরির কারণে খেলতে পারেননি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচগুলি। সুপার টেনের প্রথম ম্যাচ না খেললেও তিন ম্যাচ খেলে ৯ উইকেট নিয়ে মুস্তাফিজ বুঝিয়ে দিয়েছেন তার বোলিংয়ের ধার। স্লোয়ার এবং কাটারের মায়াজালে আটকা পড়ে একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছে। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে নিয়েছে পাঁচ উইকেট। স্বভাবতই তার দিকে নজর পড়ে যায় আইপিএলের ফ্রাঞ্চাইজদের।

সেই ধারাবাহিকতায় সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন মুস্তাফিজ। হায়দারাবাদের বোলিং লাইন আপ এবারকার আইপিএলের অন্যতম সেরা। ইতোমধ্যে সাবেক অনেক ক্রিকেটাররা হায়দারাবাদের বোলিংকে এগিয়ে রেখেছেন। ভারতীয় মিডিয়া হায়দারাবাদের বোলিং লাইন আপে মুস্তাফিজকে ‘ফায়ারপাওয়ার’ অর্থাৎ আগুন হিসেবেই দেখছে।

মুস্তাফিজের প্রশংসা করে ভারতীয় মিডিয়া লিখেছে, ‘বাংলাদেশী পেস সেনশেসন এখন জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের উত্থানে মুস্তাফিজের ভূমিকা রয়েছে। ওয়ানডেতে তার অভিষেকটাও ছিল চমৎকার। একদিনের ক্যারিয়ারের প্রথম ম্যাচে তিনি নিয়েছেন পাঁচ উইকেট। পরের ম্যাচে ছয় উইকেট। দুই ম্যাচে ১১ উইকেট। অসাধারণ পারফরম্যান্স! সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন। ২০ বছর বয়সী মুস্তাফিজ অনেক দূর এগিয়েছেন।’

মুস্তাফিজকে ফায়ারপাওয়ার আখ্যায়িত করে ভারতীয় মিডিয়া লিখেছে, ‘এক কোটি ৪০ লাখ রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের বোলিং লাইন-আপে ‘ফায়ারপাওয়ার’ হলেন মুস্তাফিজ।’

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।