জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়শিপ

দ্রুততম মানব-মানবী সেই ইমরানুর-শিরিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রায় আড়াই বছর পর অ্যাথলেটদের পদচারণায় মুখোমুখরিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সংস্কারের জন্য বন্ধ দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া ভেন্যুতে বন্ধ ছিল খেলাধুলা। ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস দিয়ে শুরু হলো সংস্কারাধীন স্টেডিয়ামে খেলাধুলা।

নতুন ট্র্যাকে ১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সেই ইমরানুর রহমান ও শিরিন আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর রহমান ১০.৩৬ সেকেন্ড ও বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার ১২.১১ সেকেন্ড সময় নিয়ে ধরে রেখেছেন দেশের দ্রুততম মানব-মানবীর খেতাব।

এ নিয়ে শিরিন আক্তার জাতীয় ও সামার মিলিয়ে ১৫ বার দেশের দ্রুততম মানবী হলেন। টানা চতুর্থবার দেশের দ্রুততম মানব হয়েছেন লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান।

সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। ওই আসরের চেয়ে এবার টাইমিং কমিয়ে এনেছেন দুইজনই। আগের জাতীয় চ্যাম্পিয়নশিপে ইমরানুর দৌড়িয়েছিলেন ১০.৪৯ সেকেন্ডে এবং শিরিন দৌড়েছিলেন ১২.২০ সেকেন্ডে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।