বিজয়ের সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩১১


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৪

ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাট করেছে ভারত। মুরালি বিজয়ের অসাধারণ ব্যাটিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ান পেসাররা। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। তার সেঞ্চুরিতে প্রথম দিনশেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩১১ রান।

আগে ব্যাট করতে নেমে যদিও শুরুটা ভাল হয়নি ভারতের। দলীয় ৫৬ রানেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার শেখর ধাওয়ান (২৪)। মার্শের বলে আউট হয়েছেন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলেছেন বিজয়। আদায় করেছেন সেঞ্চুরি। এটা তার ক্যারিয়ারের পঞ্চম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি। সঙ্গে টেস্টে ২ হাজার রানও পূর্ণ করেছেন তিনি। লায়নের বলে আউট হওয়ার আগে ১৪৪ রান করেছেন বিজয়। ওভার বাউন্ডারি না থাকলেও ২২টি চার তার ইনিংসকে সমুজ্জ্বল করেছে।

জ্বলে উঠতে পারেননি আগের টেস্টে অধিনায়কত্ব করা বিরাট কোহলি। মাত্র ১৯ রান করেই অভিষিক্ত হাজলেউডের বলে আউট হয়েছেন প্রথম টেস্টে টানা সেঞ্চুরিয়ান কোহলি। তারপরও বিজয়ের ব্যাটে দিনশেষে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ৩১১ রান। ক্রিজে রয়েছেন আজিঙ্ক রাহানে (৭৫ রান) ও রোহিত শর্মা (২৬ রান)।

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৩১১/৪ (বিজয় ১৪৪, রাহানে ৭৫*, রোহিত ২৬; হাজলেউড ২/৪৪)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।