আইপিএলে সাকিব-মুস্তাফিজের ম্যাচের সূচি


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৯ এপ্রিল ২০১৬

এতদিন আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন শুধুমাত্র একজন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইটরাইডার্সের হয়ে তিনি মাঠ মাতিয়ে যাচ্ছিলেন শুরু থেকেই। দুটি আইপিএল শিরোপা উপহার দিয়েছেন তিনি কেকেআরকে। এবার সাকিবের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন। পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরের মাথায়ই বিশ্ব মাতিয়েছেন মুস্তাফিজ। এবার খেলতে গেলেন আইপিএলে। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে।

সুতরাং, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এবার নজর থাকবে সবচেয়ে বেশি সাকিব এবং মুস্তাফিজের ওপরই। তাদের খেলাগুলো কখন-কোথায় এ বিষয়টিও জানার প্রবল ইচ্ছে ক্রিকেট ভক্তদের। আবার হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার কারণে দুটো ম্যাচে মুখোমুখি হয়ে যাবেন সাকিব এবং মুস্তাফিজ। জাগো নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো আইপিএলে সাকিব এবং মুস্তাফিজের খেলাগুলোর সময়সূচি।

সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের খেলা

ক্রম

তারিখ

বার

সময়

ম্যাচ

ভেন্যু

১০ এপ্রিল

রবিবার

৮.৩০টা

কেকেআর-দিল্লি ডেয়ারডেভিলস

কলকাতা

১৩ এপ্রিল

বুধবার

৮.৩০টা

কেকেআর-মুম্বাই ইন্ডিয়ান্স

কলকাতা

১৬ এপ্রিল

শনিবার

৪.৩০টা

সানরাইজার্স হায়াদারাবাদ-কেকেআর

হায়দারাবাদ

১৯ এপ্রিল

মঙ্গলবার

৮.৩০টা

কিংস ইলেভেন পাঞ্জাব-কেকেআর

মোহালি

২৪ এপ্রিল

রবিবার

৮.৩০টা

পুনে সুপারজায়ান্টস-কেকেআর

পুনে

২৮ এপ্রিল

মঙ্গলবার

৮.৩০টা

মুম্বাই ইন্ডিয়ান্স-কেকেআর

মুম্বাই

৩০ এপ্রিল

শনিবার

৪.৩০টা

দিল্লি ডেয়ারডেভিলস-কেকেআর

দিল্লি

২ মে

সোমবার

৮.৩০টা

র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-কেকেআর

ব্যাঙ্গালুরু

৪ মে

বুধবার

৮.৩০টা

কেকেআর-কিংস ইলেভেন পাঞ্জাব

কলকাতা

১০

৮ মে

রোববার

৮.৩০টা

কেকেআর-গুজরাট লায়ন্স

কলকাতা

১১

১৪ মে

শনিবার

৮.৩০টা

কেকেআর-পুনে সুপারজায়ান্টস

কলকাতা

১২

১৬ মে

সোমবার

৮.৩০টা

কেকেআর-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

কলকাতা

১৩

১৯ মে

বৃহস্পতিবার

৮.৩০টা

গুজরাট লায়ন্স-কেকেআর

ঠিক হয়নি

১৪

২২ মে

রোববার

৪.৩০টা

কেকেআর-সানরাইজার্স হায়দারাবাদ

কলকাতা

 মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দারাবাদের খেলা

ক্রম

তারিখ

বার

সময়

ম্যাচ

ভেন্যু

১২ এপ্রিল

মঙ্গলবার

৮.৩০টা

র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-সানরাইজার্স হায়দারাবাদ

ব্যাঙ্গালুরু

১৬ এপ্রিল

শনিবার

৪.৩০টা

সানরাইজার্স হায়াদারাবাদ-কেকেআর

হায়দারাবাদ

১৮ এপ্রিল

সোমবার

৮.৩০টা

সানরাইজার্স হায়দারাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স

হায়দারাবাদ

২১ এপ্রিল

বৃহস্পতিবার

৮.৩০টা

গুজরাট লায়ন্স-সানরাইজার্স হায়দারাবাদ

রাজকোট

২৩ এপ্রিল

শনিবার

৮.৩০টা

সানরাইজার্স হায়দারাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব

হায়দারাবাদ

২৬ এপ্রিল

মঙ্গলবার

৮.৩০টা

সান রাইজার্স হায়দারাবাদ-পুনে সুপারজায়ান্টস

হায়দারাবাদ

৩০ এপ্রিল

শনিবার

৮.৩০টা

সানরাইজার্স হায়দারাবাদ-র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

হায়দারাবাদ

৬ মে

শুক্রবার

৮.৩০টা

সানরাইজার্স হায়দারাবাদ-গুজরাট লায়ন্স

হায়দারাবাদ

৮ মে

রোববার

৪.৩০টা

মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দারাবাদ

মুম্বাই

১০

১০ মে

মঙ্গলবার

৮.৩০টা

পুনে সুপারজায়ান্টস-সানরাইজার্স হায়দারাবাদ

পুনে

১১

১২ মে

বৃহস্পতিবার

৮.৩০টা

সানরাইজার্স হায়দারাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস

হায়দারাবাদ

১২

১৫ মে

রবিবার

৮.৩০টা

কিংস ইলেভেন পাঞ্জাব-সানরাইজার্স হায়দারাবাদ

নাগপুর

১৩

২০ মে

শুক্রবার

৮.৩০টা

দিল্লি ডেয়ারডেভিলস-সানরাইজার্স হায়দারাবাদ

দিল্লি

১৪

২২ মে

রোববার

৪.৩০টা

কেকেআর-সানরাইজার্স হায়দারাবাদ

কলকাতা

 
আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।