টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই


প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৯ এপ্রিল ২০১৬

শুরু হয়ে গেলো আইপিএলের জমজমাট লড়াই। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার মধ্যকার কয়েন নিক্ষেপের মধ্য দিয়েই বাদ্য বেজে উঠলো আইপিএল লড়াইয়ের। উদ্বোধনী ম্যাচেই টস জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবং টস জিতেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রথমে ব্যাট করার।

‘আইপিএল বড় না মানুষ বড়’- মহামূল্যবান এই প্রশ্নকে সামনে রেখেই দামামা বেজেছে আইপিএলের। প্রচণ্ড খরার কারণে যেখানে মহারাষ্ট্র প্রদেশে পানিশূণ্যতা দেখা দিয়েছে, মানুষ পানির জন্য হাহাকার করছে, সেখানে লাখ লাখ লিটার পানি ব্যায় করে মুম্বাইর ক্রিকেট স্টেডিয়াম তৈরী করা হবে- এ জন্য মুম্বাই হাইকোর্টই প্রশ্ন তুলে দিয়েছে ‘মানুষ বড় না আইপিএল বড়?’

শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতিক্রমেই মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএল। টস জেতার পর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘ওয়াংখেড়েতে অনেক ক্রিকেট খেলেছি। সুতরাং, আমাদের চেনা মাঠ। প্রস্তুতিও দুর্দান্ত। ভালোমানের অনেক বিদেশি ক্রিকেটার রয়েছেন এই দলে। দুর্দান্ত একটি সূচনা এনে দিতে চাই দলকে। ৫জন বোলার এবং ৬জন ব্যাটসম্যান নিয়ে দল সাজাচ্ছি। বিদেশিদের তিনজন ব্যাটসম্যান এবং একজন সিমার।’

মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘টস জিতলে বোলিংই নিতাম। নতুন চ্যালেঞ্জ, নতুন দল। আশা করছি ভালো করতে পারবো। বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয় রয়েছে। সুতরাং চ্যালেঞ্জটা আমরা নিচ্ছি।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।