রোববার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৯ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও মাত্র কয়েকদিনের ছুটি কাটিয়ে আবারও ক্রিকেটারদের ফিরতে হচ্ছে মাঠে। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এ উপলক্ষ্যে আগামীকাল রোববার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লেয়ার বাই চয়েজ। যেটাকে এবারের লিগের জন্য নতুন নাম দেয়া হয়েছে, ‘প্লেয়ার্স ড্রাফট’। বিসিবি কার্যালয়ে সভা শেষে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান গাজী গোলাম মর্তুজা এ তথ্য জানান।

শনিবার দুপুরে সিসিডিএম প্রধান বলেন, ‘বহু প্রতীক্ষিত প্লেয়ার্স বাই চয়েজ আমরা যার নাম দিয়েছি প্লেয়ার্স ড্রাফট- এটা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে লা মেরিডিয়ান হোটেলে সকাল ১১ টা থেকে। আমরা এখানে সকল ক্লাব সকাল থেকে বসে সর্ব সম্মতিতে এ টুর্নামেন্টের ‘প্লেয়ার্স ড্রাফট কমিশনার’ হিসেবে নিযুক্ত করা করেছি বিসিবির সহ-সভাপতি মাহবুব আনামকে।’

রোববার প্লেয়ার্স ড্রাফটের কার্যক্রম পরিচালনা করবেন মাহবুব আনাম। সেখানে লটারির মাধ্যমে বিভিন্ন গ্রেড থেকে পছন্দ অনুযায়ী ক্রিকেটারকে বেছে নেবে ক্লাবগুলো। ১২টি ক্লাবের জন্য মোট ২০৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এ তালিকায়। এদের মধ্য থেকে প্রতিটি ক্লাবকে বাধ্যতামূলক কমপক্ষে ১০ জন করে ক্রিকেটারকে দলে নিতে হবে।

গতবছরের লিগে নিজ ক্লাবের হয়ে খেলা ২জন ক্রিকেটারকে এবার দলে রাখতে পারবে ক্লাবগুলো। সেক্ষেত্রে সেই সকল খেলোয়াড়ের নাম প্লেয়ার্স ড্রাফটে তোলা হবে না। তবে এই খেলোয়াড়দ্বয় অবশ্যই আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি ব্যতীত হতে হবে।

প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত থাকা খেলোয়াড়দের মধ্য থেকে নিজেরা আলোচনার মাধ্যমে দলে নিতে পারবে। তবে গ্রেড ভিত্তিতেই সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে অন্তর্ভুক্ত করতে পারবে তারা। প্লেয়ার্স ড্রাফট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড পূর্ন করতে হবে ক্লাবগুলোকে। এবারও প্রতি দল মাত্র ১জন বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে। তবে রেজিস্ট্রেশন করাতে পারবেন ১০জন বিদেশি ক্রিকেটার।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।