দল ছাড়ার আগে মোটিভেশনাল বক্তব্য দিয়ে গেছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

সিলেট স্ট্রাইকার্সের এবারের দলটি কাগজে কলমে শক্তিশালী নয়। তারপরও মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক বলেই বড় কিছুর স্বপ্ন দেখছিল গতবারের ফাইনালিস্টরা। এখন পর্যন্ত সে প্রত্যাশা পূরণ হয়নি।

পাঁচ ম্যাচের পাঁচটিই হেরে পয়েন্ট তালিকার তলানিতে সিলেট। এরই মধ্যে বড় ধাক্কা। নিয়মিত অধিনায়ক মাশরাফি রাজনৈতিক ব্যস্ততায় বিপিএল ছেড়েছেন। সিলেটেকে পরের ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

Mahmudul Hasan Raja

দলের অধিনায়ক চলে গেলেন। পরের ম্যাচের পরিকল্পনা কিভাবে হচ্ছে? সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনপর্ব সেরে তরুণ পেসার রেজাউর রহমান রাজা গণমাধ্যমের সঙ্গে আলাপে বলেন, ‘মাশরাফি ভাই গতকাল মনে হয় গেছে। আজ মিঠুন ভাইসহ সবাই মিলে প্র্যাকটিস করেছি। টিম মিটিংয়ে পরিকল্পনা হবে।’

মাশরাফি যাওয়ার আগে কোনো বার্তা দিয়ে গেছেন কিনা? এমন প্রশ্নে রাজা জানালেন, ‘মাশরাফি ভাই যেহেতু আমাদের দলের অধিনায়ক ছিলেন, যাওয়ার আগে মোটিভেশনাল স্পিচ দিয়ে গেছেন। উনি বলেছেন, এমন ক্রিকেটে হতেই পারে। যেহেতু আমাদের আরও সাতটা ম্যাচ আছে। ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা জরুরি।’

জাওয়াদ আহমেদ রোয়েনের চোটে সিলেট দলে বদলি হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার সানজামুল ইসলাম। তার অন্তর্ভূক্তি নিয়ে রাজা বলেন, ‘সানজামুল ভাই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। ঘরোয়াতেও অনেক অভিজ্ঞতা। আমরা আশাবাদী উনি সুযোগ পেলে ভালো করবেন।’

পরের ম্যাচ দুরন্ত ঢাকার বিপক্ষে। তারাও খুব ভালো ছন্দে নেই। ঢাকার বিপক্ষে জয়ের জন্য নামবেন কিনা? রেজাউরের কথা, ‘আমরা যে পাঁচটা ম্যাচ খেলেছি। জয়ের জন্যই খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমরা পরের ম্যাচেও জয়ের জন্যই খেলব।’

ঢাকা ভালো অবস্থায় নেই বলেই তাদের বিপক্ষে জেতার সুযোগ থাকবে, একবাক্যে এমনটা মানতে নারাজ রাজা। তিনি বলেন, ‘আসলে টি-টোয়েন্টি খেলায় বড় দল ছোট নেই। যারা যেদিন ভালো খেলবে, মোমেন্টাম যাদের পক্ষে থাকবে তারাই জিতবে।’

এমএমআর/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।