টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৯ এপ্রিল ২০১৬

ক্রিকেটে তাদের এখনো তুলনা করার মত সময় আসেনি; কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। ২০১২ সালের ক্রিকেট থেকে অবসর নেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। অন্যদিকে বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার কোহলি ধীরে ধীরে এগুচ্ছেন কিংবদন্তি হওয়ার পথে। এবার ফেসবুকে শচীন টেন্ডুলকারকে হারিয়ে শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি।
 
শচীনের বর্তমান ফলোয়ার সংখ্যা ২৬,৭৮২,৯১১। অন্যদিকে বিরাট কোহলির ফলোয়ার শচীনের থেকে পাঁচ হাজার বেশি। ২৬,৭৮৭,১০৪ ফ্যান নিয়ে বর্তমানে শচীনের আগে অবস্থান করছেন কোহলি। তবে টুইটারে ঠিকই কোহলির থেকে এগিয়ে রয়েছেন শচীন। টুইটারে শচীনের ভক্ত রয়েছেন ১০.৪ মিলিয়ন। সেখানে কোহলির রয়েছে ১০.৩ মিলিয়ন ভক্ত।

বিরাট কোহলি বর্তমান প্রজন্মের ভারতীয়দের কাছে খুব জনপ্রিয় একজন খেলোয়াড়। পাশাপাশি আনুশকা শর্মার সাথে প্রেমের কারণেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।