কেকেআরের হয়ে আরও ভালোর প্রত্যাশা সাকিবের (ভিডিও)
আইপিএলে দুটি শিরোপা কলকাতা নাইট রাইডার্সকে উপহার দিয়েছেন সাকিব আল হাসান। যতবারই কেকেআরের হয়ে খেলেছেন, ততবারই তিনি ছিলেন বেশ উজ্জ্বল পারফরমার। তবে এবার সাকিবের প্রত্যাশা- আরও ভালো করার। টুর্নামেন্ট শুরুর আগেরদিন কলকাতার ইডেন গার্ডেন্সে সংবাদ সম্মেলনে নিজেকে আরও ভালো পারফরমার হিসেবে তুলে ধরারই প্রত্যয় ব্যক্ত করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আগামী রোববারই দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামছে সাকিবের দল কেকেআর। তার আগে সংবাদ সম্মেলনে কেকেআরের প্রতিনিধি হযে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। সেখানেই কলকাতার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তার কাছে একটি প্রশ্ন ছিল, বিশ্বকাপে বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি। এক ম্যাচে ২০০’র বেশি রান হজম করতে হয়েছে। আরেকটি ম্যাচে সবচেয়ে কম রানের লজ্জা। এরপর আবারও একই ফরম্যাটে খেলার জন্য ফিরে আসা। দু’জায়গায় পরিবর্তনটা আসলে কতটুকু?
জবাবে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টির মজাটাই হচ্ছে যে, কেউ পেছনের দিকে এত বেশি তাকায় না। আর বিশ্বকাপের পারফরম্যান্স আমাদের জন্য একটু হতাশাজনকই। কারণ, আমাদের অনেক আশা ছিল। হয়তো ফলটা আমাদের পক্ষে যায়নি। তবে আমার কাছে মনে হয়েছে, আমরা যে ক্রিকেট খুব একটা খারাপ খেলেছি তাও না। সুতরাং, ছোট ছোট কিছু ভুল না হলে হয়তো আমরা একটা-দুটা ম্যাচ জিততেও পারতাম। তখন রেজাল্টটা অন্যরকম দেখাতো।’
কেকেআরের হয়ে আরও ভালো করার প্রত্যাশা জানিয়ে সাকিব আল হাসান বলেণ, ‘কেকেআরের হয়ে ইডেন গার্ডেন্সে খেলা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। শেষ যে ক’বছর খেলেছি, দলের জন্য যে ভুমিকা রাখতে পেরেছি, তাতে আমি নিজেও সন্তুষ্ট ছিলাম। এবার আশা থাকবে যেন আগের চেয়ে আরও বেশি ভালো করতে পারি, কেকেআরের শিরোপা জয়ের জন্য।’
বিশ্বকাপের পরপরই আইপিএল। এত কম সময়ের মধ্যে দুটো বড় বড় টুর্নামেন্ট। খেলোয়াড়দের জন্য বিষয়টা একটু সমস্যা হয়ে যায় কি না? জানতে চাইলে সাকিব বলেন, ‘যারা ফাইনাল পর্যন্ত গিয়েছে তাদের জন্য এটা অবশ্য একটু কষ্টকরই বটে। তবে আমরা (বাংলাদেশ) তো ২৬ তারিখ শেষ ম্যাচ খেলেছি, এরপর বেশ কিছুদিন অফ ছিল। সুতরাং এরপর প্রায় ৮-১০দিন সময় পেয়েছি। এ সময়টা আসলে যথেষ্ট- একটা খেলোয়াড়ের জন্য রিফ্রেশ হওয়ার।’
এবারের আইপিএলে কেকেআরের নতুন কোচ জ্যাক ক্যালিস। যিনি ছিলেন এক সময় সাকিবেরই সতীর্থ। বিষয়টাকে কিভাবে দেখছেন? সাকিব বলেন, ‘খুবই দারুণ একটি ব্যাপার। তার জন্য নতুন ভুমিকা। আমি নিশ্চিত যে সে খুবই ভালো করবে। কারণ তার যে অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞা বিশ্বের যত বড় কোচই হোক, কারোরই নাই। সে দিক থেকে তিনি অনেক এগিয়ে আছেন। আমি নিশ্চিত সবাই তাকে সমর্থনও করবে এবং কেকেআরের জন্য সে অনেক ভালো কিছু করতে পারবে।’
কেকেআরের এবারের দলটির শিরোপা জয়ের কী সম্ভাবনা দেখছেন সাকিব? জবাবে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে, আগের চেয়ে এবারের দলটা অনেক বেশি শক্তিশালি। যদিও মাঠের পারফরম্যান্সই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, আমরা কতটা ভালো পারফর্ম করতে পারি, সেটার ওপরই নির্ভর করবে অনেক কিছু। তবে এখনই আমরা যেভাবে একতাবদ্ধ হয়ে অনুশীলন করছি, প্রস্তুতি নিচ্ছি- তাতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো কিছু আশা করতে পারি। আর সবাই চ্যালেঞ্জ নিতেও খুব মুখিয়ে আছে।’
হোয়াটমোর, বেলিস এরপর ক্যালিস। একেক জনের একেকরকম পারফরম্যান্স। এটাকে কিভাবে দেখছেন? সাকিব বলেন, ‘আসলে খুব বেশি যে একটা পরিবর্তণ এসেছে তা নয়। হয়তো তারা আলাদা আলাদা মানুষ। তবে সবারই চিন্তাধারা প্রায় সমান। সুতরাং, আমাদের মানিয়ে নিতে কখনোই সমস্যা হয়নি। কারণ, সবারই সহযোগিতামূলক মানসিকতা রয়েছে। যেটা আমাদেরকে অনেক সাহায্য করেছে ভালো কিছু করার জন্য।’
এতদিন ছিলেন সতীর্থ। এখন কোচ। খেলোয়াড়দের খুব বেশি চেনার কারণেই কী ক্যালিসকে কোচ করা হয়েছে? সাকিব বলেন, ‘আমার তো তাই মনে হয়। কারণ তিনি সবার ভেতরেরটা জানেন। সুতরাং, আমি মনে করি তার জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে।’
কেকেআরকে প্রথম দুটি ম্যাচ খেলতে হবে ইডেনে। এর দু’দিন পরই হায়দারাবাদে তৃতীয় ম্যাচ। দুই জায়গার পরিবেশ দু’রকম, সময়ও খুব কম। এতে দলের কোন সমস্যা হবে কি না। সাকিব বলেন, ‘আসলে সিস্টেমটাই তো তৈরী করা হয়েছে এভাবে। আমাদের কিছু করার নেই। তবে, আমাদের সে দিকে নজর না দিয়ে ম্যাচের দিকেই নজর দেয়া উচিৎ যে আমরা কত ভালো করতে পারবো। প্রতিটা ম্যাচ ধরে ধরে আমাদের এগুতে হবে। অবশ্যই আমাদের জন্য প্রথম দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি অ্যাওয়ে ম্যাচগুলো জিততে পারি, তাহলে ইডেন গার্ডেন্সে এসে শেষ ক’টা ম্যাচ খেলার জন্য আমাদের সুবিধাই হবে।’
আইপিএল শুরুর আগে শাহরুখ খানের কোন বার্তা কি দেয়া হয়েছে কেকেআরকে? কী বলেছেন তিনি? শুধু তাই নয়, সাকিব নিজেও কী আইপিএলের সব ম্যাচ খেলতে পারবেন? জবাবে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত যতদুর জানি যে এই সময়ে আমাদের কোন আন্তর্জাতিক সূচি নেই। সুতরাং, আমি বিশ্বাস করি যে পুরোটাই খেলতে পারবো। আর আমি নিশ্চিত হয়তো, মাঠে নামার আগে আমরা শাহরুখ খানের কাছ থেকে কোন না কোন বার্তা অবশ্যই পেয়ে যাবো। তবে অবশ্যই আমাদের দলের মালিকের পক্ষ থেকে সিইও একটা বার্তা দিয়েছেন।’
আইএইচএস/এমএস