পরের বিপিএলে খেলবেন? যা বললেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে
প্রকাশিত: ০১:৩৫ এএম, ২৭ জানুয়ারি ২০২৪

মাশরাফি বিন মর্তুজার পায়ের চোটটা খুব ভালো অবস্থায় নেই। বিপিএলে বলতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়েই খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক তিনি, তাই হাফফিট মাশরাফিকেও দলে চায় সিলেট স্ট্রাইকার্স।

তবে মাশরাফি মনে করেন, শরীরের এই অবস্থায় না খেললেই ভালো হতো। তবে দলের চাহিদা এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় খেলতে হচ্ছে তার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি তার চোট নিয়ে বলেন, 'আমার ছোট একটা অপারেশন দরকার। আগের ম্যাচেও বলেছি। খেলার জন্য খুব আদর্শ অবস্থায় নেই। তারপরও দলের কিছু বিষয় আছে। সবকিছু খুলে বলা যায় না।'

মাশরাফি এভাবে খেলায় সমালোচনাও হচ্ছে। আগের দুই ম্যাচে ঠিকমতো বোলিংও করতে পারেনি। আজ অবশ্য শর্ট রানআপে ৪ ওভারের কোটাই পূরণ করেছেন। উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১৯ রান।

সমালোচকদের জবাব কিংবা দেখিয়ে দেওয়ার তাড়না ছিল কিনা? মাশরাফির সোজাসাপ্টা কথা, 'আমি ক্যারিয়ারে কখনই কাউকে কাউন্টার অ্যাটাক করার জন্য কিছু করিনি। তবে অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। জয়ীদেরই মানুষ মনে রাখে। এটা যে কোনো জায়গাতেই। জীবনেও দেখবেন, যদি আপনি ভালো করেন সেটাই মানুষ বলবে। খারাপকে কেউ গ্রহণ করে না।'

'আমি এই অবস্থায় না খেললেই ভালো হতো। তবে টিমের চাওয়া সবকিছু একটা ব্যাপার থাকে। কাউকে দেখিয়ে দেওয়া জবাব দেওয়া এই বিষয়গুলো একেবারেই ভেতর থেকে আসে না। চেষ্টা করে যাওয়া আর কি! এই তো'-যোগ করেন মাশরাফি।

মাশরাফি কতদিন পর্যন্ত খেলাটা চালিয়ে যাবেন? সেই বিষয়েও খোলাসা করতে রাজি হননি। তিনি বলেন, 'আমি কিন্তু অবসরের সময় (আন্তর্জাতিক ক্রিকেট থেকে) বলেছিলাম, আমি ক্রিকেট খেলব। খেলাটা যদি আন্তর্জাতিক ক্রিকেট হতো, সেটা আলাদা কথা। ঘরোয়া ক্রিকেটে খেলা, এখানে তো ক্যারিয়ারের বিষয় না। আপনাকে যদি ক্লাব চায় নিবে।'

'গত বছর পর্যন্ত পায়ের সমস্যা হয়নি। গত চার মাস আগে থেকে হচ্ছে। ছোট্ট একটা অপারেশন লাগবে। আমি নিজেও এ বছর চাইনি যেহেতু পুরো ফিট না। তারপরও কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। খেলাটা চালিয়ে যাওয়া আর কি!'

এ বছর কোনোমতে খেলাটা চালাচ্ছেন। আগামী বছরও এমন পরিকল্পনা আছে কিনা? মাশরাফির জবাব, 'হতে পারে। পা যদি ঠিক থাকে। আমার মতো করেই আমি করতে চাই। গত বছর যেমন খেলেছি এবার যদি পারতাম, তাহলে চিন্তা করতাম। সেটা যেহেতু পারছি না। আমি এটা (আগামী বছর খেলা) নিয়ে চিন্তা করব পরে।'

এমএমআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।