আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা গেইলের


প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৭ এপ্রিল ২০১৬
আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার মালিক ক্যারিবিয়্যান ব্যাটিং দানব ক্রিস গেইল

দুয়ারে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। আগামীকাল শনিবার (৯ এপ্রিল) বসছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। হাতে আর মাত্র একটা দিন। তারপরই তো সবাই মেতে উঠবেন আইপিএল নিয়ে।

আইপিএল মানেই তো রানের ফুলঝুরি। চার-ছক্কার বন্যা। গেইল, ডি ভিলিয়ার্স, রায়না, কোহলি, ইউসুফ পাঠানরা যে টুর্নামেন্টে খেলছেন সেখানে চার-ছক্কা না থাকলে কি হয়। তাদের মাঠে নামা মানেই দর্শকদের আনন্দ উপহার দেয়া।

সবার কৌতূহল থাকতে পারে আইপিএলের সব আসরে সবচেয়ে বেশি চার-ছয় মেরেছেন কারা। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছেন ক্যারিবিয়্যান ব্যাটিং দানব ক্রিস গেইল। ৮২ ম্যাচে ২৩০টি ছয় মেরেছেন এই ঠাণ্ডা মাথার হার্ডহিটার।

আসুন এক নজরে দেখে নেই আইপিএলে এযাতকালে কারা সবচেয়ে বেশি ছয় মেরেছেন। আইপিএলে সেরা ১০ মারকুটে ব্যাটসম্যানের ছক্কার হিসাব দেখে নিন।

১) ক্রিস গেইল: ৮২ ম্যাচে মেরেছেন ২৩০টি ছক্কা।
২) সুরেশ রায়না: ১৩২ ম্যাচে মেরেছেন ১৫০ টি ছক্কা।
৩) রোহিত শর্মা: ১২৮ ম্যাচে মেরেছেন ১৪৭টি ছক্কা।
৪) ইউসুফ পাঠান: ১১৯ ম্যাচে মেরেছেন ১২৭টি ছক্কা।
৫) মহেন্দ্র সিং ধোনি: ১২৯ ম্যাচে মেরেছেন ১২৬টি ছক্কা।
৬) যুবরাজ সিং: ৯৮ ম্যাচে মেরেছেন ১২০টি ছক্কা।
৭) বিরাট কোহলি: ১২৩ ম্যাচে মেরেছেন ১১০টি ছক্কা।
৮) শেন ওয়াটসন: ৭৮ ম্যাচে মেরেছেন ১০৯টি ছক্কা।
৯) কায়রন পোলার্ড: ৯৩ ম্যাচে মেরেছেন ১২০টি ছক্কা।
১০) বীরেন্দ্রে সেহবাগ: ১০৪ ম্যাচে মেরেছেন ১০৬টি ছক্কা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।