প্রথমবারের মত দিবারাত্রির প্রিমিয়ার লিগ


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর দীর্ঘ একমাস ছুটি পাচ্ছে ক্রিকেটাররা। এর মাঝেও বসে থাকার সময় নেই ক্রিকেটারদের। ২২ এপ্রিল থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ সালের মৌসুম। সে লিগকে সামনে রেখেই প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু এবার একটু ভিন্ন আঙ্গিকেই ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) সাজাতে চায় আয়োজক কমিটি।

দর্শক আগ্রহ বাড়াতে এবার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে দিবারাত্রির। এছাড়া ডিপিএলের ফাইনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলো টিভিতে দেখানোর চিন্তা ভাবনা করছে কমিটি।

বৃহস্পতিবার লিগের আয়োজক কমিটির সিসিডিএম প্রধান গাজী গোলাম মুর্তজা সাংবাদিকদের বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের ম্যাচগুলো দিবারাত্রির হবে। দেশের এক নম্বর ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় দর্শকদের আগ্রহ বাড়াতেই মূলত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিরপুরে এবং ফতুল্লায় হবে ম্যাচগুলো। সুপার লিগের ম্যাচগুলো টিভিতে দেখানোরও চিন্তা করছি আমরা।’

মুর্তজা আরো বলেন, ‘এখন থেকে খেলোয়াড়দের দলবদলের জন্য প্লেয়ার বাই চয়েস পদ্ধতিই রেখে দেয়ার চেষ্টা করা হবে। তবে ক্লাবগুলো আপত্তি করলে অন্য কিছু ভাবা হবে।’

ডিপিএলে অংশ নিচ্ছে মোট ১২টি দল। দলগুলো হলো- প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, ধানমন্ডি শেখ জামাল, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও গাজী ট্যাংক ক্রিকেটার্স।  

আরআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।