দেশে ফিরছেন তাসকিন


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তাসকিন। মাথার উপর থেকে হালকা চাপ কমাতে তাই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। শ্রীলংকা থেকে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তাসকিন। এবার সেখান থেকে দেশে ফিরছেন বাংলাদেশের এই পেসার।

দেশে ফিরেই আবার ক্রিকেটে নিজেকে ব্যস্ত করবেন বলে আশা ব্যক্ত করেছেন তাসকিন। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো নিয়ে একটা ছবি পোস্ট করেন তাসকিন। সেখানে তাসকিন লেখেন, ‘ভ্রমণ শেষ, এবার ক্রিকেটে ফেরার পালা’

মালদ্বীপে গিয়ে বেশ আনন্দের ভেতরেই দিন কেটেছে তাসকিনের। সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরেছেন তাসকিন। শ্রীলংকাতেও পেয়েছিলেন সেখানকার এক ক্রিকেটারের আতিথিয়েতা। জন্মদিনটাও পালন করেছেন মালদ্বীপে। দেশে ফিরেই নিজের অ্যাকশন শোধরানোর কাজ শুরু করে দিবেন তাসকিন।

আরআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।