আইপিএলে প্রথমবার অনুশীলনে মুস্তাফিজ


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

আইপিএলে নিজের দল সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথমবারের মত অনুশীলনে নামলেন মুস্তাফিজ। বিশ্বকাপ শেষে কয়েকদিনের বিরতির পর আইপিএল খেলতে উড়ে গেছেন মুস্তাফিজ। বৃহস্পতিবার প্রথমবারের মত দলের সঙ্গে অনুশীলনে নামেন মুস্তাফিজ।

Mustafiz

এর আগে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুস্তাফিজের হাতে তুলে দেয়া সানরাইজার্স  হায়দারাবাদের নতুন জার্সি। ৯০ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন মুস্তাফিজ। এছাড়া আগত মিডিয়ার সামনেও পরিচয় করিয়ে দেয়া হয় মুস্তাফিজসহ দলের অন্যান্য সদস্যদের। নেটে বোলিং অনুশীলন করেন তিনি। তাছাড়া সতীর্থ ট্রেন্ট বোল্টের সাথেও খোশ গল্পে মেতে উঠতে দেখা যায় মুস্তাফিজকে।

Mustafiz

১২ই এপ্রিল গেইল-কোহলিদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ।

Mustafiz

আরআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।