খরা উপেক্ষা করে মহারাষ্ট্রেই হচ্ছে আইপিএলের ম্যাচ


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএলের জমজমাট আসর। এবারের আইপিএলে মুম্বাই, নাগপুর এবং পুনের মোট ২০টি ম্যাচ হওয়ার কথা রয়েছে মহারাষ্ট্রে। কিন্তু মহারাষ্ট্রে দেখা দিয়েছে খরা। তা সত্ত্বেও আইপিএল ম্যাচ কেন আয়োজন করা হচ্ছে এটা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছিল। খরা থাকলেও মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী খেলার অনুমতি দিয়েছে হাইকোর্ট।

এর আগে মহারাষ্ট্রের বোর্ডের কাছে বোম্বে হাইকোর্ট জানতে চেয়েছিলেন, ‘রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনের জন্য পানি পাচ্ছে না, সেখানে কোন যুক্তিতে এতগুলি খেলার আয়োজন করা হয়েছে এখানে। কোন সাহসে এত পানি নষ্ট করার কথা ক্রিকেট বোর্ড ভাবতে পারে, মানুষের প্রাণের থেকে কি আইপিএল বেশি গুরত্বপূর্ণ?’

কোর্ট এই অভিযোগ করলেও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, ‘পিচ বানানোর জন্য যে পানি খরচ হয়, তা তারা কিনে নেয়। তাছাড়া পিচ বানানোর কাজে যে পানি ব্যবহৃত হয় তা পানের অযোগ্য।’

মহারাষ্ট্রে ২০টি ম্যাচ আয়োজনের জন্য পানি লাগবে প্রায় ৭০ লাখ লিটার। মহারাষ্ট্রের রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন মুম্বাই হাইকোর্ট। অতঃপর আজ এক শুনানিতে হাইকোর্ট মুম্বাইর ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেয় কিন্তু বাকি ১৯টি এখানে হবে কি হবেনা সেটার ব্যপারে এখনো কোন সিদ্ধান্ত দেয়নি আদালত।  

আরআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।