মানুষের চেয়েও আইপিএল বড়!


প্রকাশিত: ১২:১২ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

শিরোনাম দেখে চমকে উঠলেও আসলে এমন প্রশ্নই মঙ্গলবার মহারাষ্ট্র ক্রিকেট বোর্ডকে করেছে বোম্বে হাইকোর্ট। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএলের জমজমাট আসর। এবারের আইপিএলে মুম্বাই, নাগপুর এবং পুনের মোট ২০টি ম্যাচ হওয়ার কথা রয়েছে মহারাষ্ট্রে। অথচ সেই মহারাষ্ট্রেই চলছে খরা। খেলার জন্য উইকেট তৈরি করতে হলে দরকার পর্যাপ্ত পরিমাণ পানি। অথচ যেখানে মানুষ ব্যবহার করার মত পানি পাচ্ছে না, সেখানে খেলা আয়োজন করায় মহারাষ্ট্রের ক্রিকেট বোর্ডের উপর ক্ষেপেছে বোম্বে হাইকোর্ট।

মহারাষ্ট্রের বোর্ডের কাছে বোম্বে হাইকোর্ট জানতে চেয়েছেন, ‘রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনের জন্য পানি পাচ্ছে না, সেখানে কোন যুক্তিতে এতগুলি খেলার আয়োজন করা হয়েছে এখানে। কোন সাহসে এত পানি নষ্ট করার কথা ক্রিকেট বোর্ড ভাবতে পারে, মানুষের প্রাণের থেকে কি আইপিএল বেশি গুরত্বপূর্ণ?’

কোর্ট এই অভিযোগ করলেও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, ‘পিচ বানানোর জন্য যে পানি খরচ হয়, তা তারা কিনে নেয়। তাছাড়া পিচ বানানোর কাজে যে পানি ব্যবহৃত হয় তা পানের অযোগ্য।’

কিন্তু বোম্বে হাইকোর্ট তাদের কোন কথাই শুনতে চাইছে না। ‘বিসিসিআইতে পানির যোগান বন্ধ করে দেয়া হলে তবে পরিস্থিতির গুরুত্ব তারা বুঝতে পারবেন।’ এখানেই শেষ নয়, ‘বোম্বে হাইকোর্ট পরামর্শ দিয়েছে যাতে যেখানে পানির অভাব নেই সেখানে মহারাষ্ট্রে আয়োজিত আইপিএলের সব ম্যাচগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।’

মহারাষ্ট্রে ২০টি ম্যাচ আয়োজনের জন্য পানি লাগবে প্রায় ৭০ লাখ লিটার। মহারাষ্ট্রের রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন মুম্বাই হাইকোর্ট। বৃহস্পতিবার সুনানির পরবর্তী দিন ধার্য করা হয়।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।