‘ভারতের প্রো-কাবাডিতে অভিষেকের অপেক্ষায় আছি’

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

ভারতে পেশাদার কাবাডি লিগের যাত্রা ২০১৪ সালে। প্রথম আসর থেকেই বাংলাদেশর খেলোয়াড়রা প্রায় নিয়মিত ডাক পেয়ে আসছেন প্রো-কাবাডির বিভিন্ন দলে। জিয়াউর রহমান, আরদুজ্জামান মুন্সি, জিয়াউর রহমান (জুনিয়র), মাসুদ করিম, জাকির হোসেন, আরিফ রাব্বানী, তুহিন তফরদার, সাজিদ, আনোয়ারদের ধারাবাহিকতায় এবার ভারতের প্রো-কাবাডিতে অংশ নিতে গেছেন বাংলাদেশ পুলিশের লিটন আলী।

গত আসরে তিনি ডাক পেয়েছিলেন দিল্লি দাবাং দলে। এবার বেঙ্গালুরু বুলসে। গত আসরে দিল্লি দাবাংয়ের সাথে লিটনের চুক্তি হয়েছিল ১০ লাখ রুপিতে। এবার বেঙ্গালুরু বুলসে পাবেন ১৩ লাখ রুপি। টানা দুই বছর প্রো-কাবাডির দলে ডাক পেলেও এখনো খেলার সুযোগ হয়নি লিটন আলীর। ভারতের জয়পুর থেকে লিটন আলী কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে।

জাগো নিউজ: দ্বিতীয়বারের মতো ভারতের প্রো-কাবাডিতে ডাক পেয়ে এখন দলের সঙ্গে আছেন। কেমন অনুভূতি আপনার?

লিটন আলী: অনুভূতিতো অনেক ভালো। কারণ, আপনারা সবাই জানেন বিশ্বমানের কাবাডি প্রতিযোগিতা ভারতের এই প্রো-কাবাডি। এখানে ডাক পাওয়া এবং খেলার সুযোগ পাওয়া অবশ্যই বড় বিষয়।

জাগো নিউজ: গত আসরে আপনি ডাক পেলেও খেলা হয়নি। এবারতো আপনি অনেক পরে দলের সঙ্গে যোগ দিয়েছেনতাই না?

লিটন আলী: হ্যাঁ। গত বছর দিল্লি দাবাং দলে ডাক পেয়েছিলাম। তবে কোনো ম্যাচ খেলা হয়নি। এবার প্রো-কাবাডি শুরু হয়েছে ২ ডিসেম্বর। ভিসা জটিলতায় সময়মতো যেতে পারিনি। আমি এক মাস পর ৩ জানয়ারি মুম্বাইয়ে বেঙ্গালুরু বুলসের সঙ্গে যোগ দিয়েছি। এখন আছি জয়পুরে।

জাগো নিউজ: এখন আপনাদের দলের কি অবস্থা? কতগুলো ম্যাচ খেলেছে?

লিটন আলী: এরই মধ্যে আমাদের দলের ১২ ম্যাচ হয়ে গেছে। আরো ১০ ম্যাচ বাকি। ৩১ পয়েন্ট নিয়ে আমরা এখন টেবিলে ৭ নম্বরে আছি।

জাগো নিউজ: প্রতি দলে দুইজন করে বিদেশি খেলোয়াড় আছেন। আপনার দলে অন্য বিদেশি কে?

লিটন আলী: আমাদের দলে দ্বিতীয় বিদেশি পোল্যান্ডের। ওর নাম পিওতর পামুলাক। গত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে পোল্যান্ড দলের হয়ে বাংলাদেশে খেলে গেছেন এই রেইডার।

জাগো নিউজ: আপনাদের পরের ম্যাচ কোন শহরে এবং কবে?

লিটন আলী: আমরা মুম্বাইয়ে সর্বশেষ ম্যাচ খেলে এখন জয়পুরে আছি। এই শহরে আমাদের পরের ম্যাচ ১৫ জানুয়ারি বেঙ্গল ওয়ারিয়র্সের বিপক্ষে। তারপর খেলা হায়দরাবাদে।

জাগো নিউজ: আপনি কবে খেলার সুযোগ পাবেন বলে আশাবাদী?

লিটন আলী: আমাদের কোচ রনধির সিং। আমি দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছি। খেলবো বলে তো আশাবাদী। এখন কোচ দেখবেন। আমাকে প্রয়োজন মনে করলে খেলাবেন। আমি অভিষেকের অপেক্ষায়ই আছি।

জাগো নিউজ: ধন্যবাদ।

লিটন আলী: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।