নতুন ট্র্যাকে অ্যাথলেটিকস ফিরছে ফেব্রুয়ারিতে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

সংস্কারাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাক নির্মাণ হয়েছে কয়েক মাস আগেই। গত বছরের শেষ দিকে দুইবার তারিখ দিয়েও নতুন ট্র্যাকে জাতীয় বা সামার চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেনি বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।

জাতীয় নির্বাচনের জন্য পিছিয়ে দেওয়া হয় প্রতিযোগিতা। ফেডারেশন নতুন করে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের তারিখ নির্ধারণ করেছে ৯ ও ১০ ফেব্রুয়ারি। আর না পেছালে ওই দুই দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন ট্র্যাকে হবে ৪৭তম জাতীয় চ্যাম্পিয়নশিপ।

২০২১ সালের ১৫ থেকে ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয়েছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ। তারপর স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর অ্যাথলেটিকস হয়নি।

৪৬তম জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। ২০২৩ সালে জাতীয় চ্যাম্পিয়ন আয়োজন না করায় অ্যাথলেটরা গত বছর হারিয়েছেন দেশের শীর্ষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরুর পর জাতীয়, সামারসহ মোট ৭টি প্রতিযোগিতা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।