অপরাধী চিহ্নিত করতে মজা লসের উদ্যোগ (ভিডিও)
অপরাধী চিহ্নিত করতে আবারও উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ফেসবুক পেইজ মজা লস। মঙ্গলবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণীকে চড় মারার ছবি ও ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে মজা লসের পেইজের একটি ভিডিও পোস্টে বলা হয়েছে, WANTED - not dead and alive! Nothing can justify abusing a woman, it doesn`t make you more `manly`. অনেক বিশিষ্ট `পণ্ডিত` আবার ঘটনার দুইদিক জানতে চাইবে, `মেয়েটার দোষ ছিল নাকি` জানতে চাবে। ওদেরকে বলছি, যেদিন তোমাদের বোন এর উপর ছেলেরা হাত তুলবে সেইদিন `ঘটনার দুই দিক` জেনে ভালো করে খাতায় লিখে নিয়ে আম্মুকে দেখাইও, `আম্মু আমি ঘটনার দুই দিক জানসি`। আগে চাই `প্রতিরোধ` তারপর `গবেষণা`।
এই পোস্টের মন্তব্য অপশনে বাংলাদেশে পুলিশের সিনিয়র এএসপি মাসরুফ হোসেন বলেছেন, এর নাম ঠিকানা বের করেন, আমি জায়গামত জানাচ্ছি । বাই দা ওয়ে, যেইসব বীরপুংগব একটা মেয়ের গায়ে হাত তোলার এই অপকর্ম যাস্টিফাই করতে চেষ্টা করতেসেন তাঁদের এক দুইজন যেন আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় কিছুদিন বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় অতিথি হয়ে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা পাইতে পারেন সেটার জন্যেও স্টেপ নেয়া হবে। দুনিয়াটা খুব ছোট, আমি জাপানে আছি এর মানে এই না যে দেশে আর কোন পুলিশ নাই। ধন্যবাদ।
এর আগে গত বছরের ডিসেম্বরে মজা লস পেজ থেকে এক কিশোরীকে থাপ্পড় মারার ভিডিও প্রকাশ করা হলে নির্যাতনকারী কিশোরীকে আটক করছে পুলিশ।