পাকিস্তানের নতুন অধিনায়ক সরফরাজ


প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৫ এপ্রিল ২০১৬

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও খালি হাতেই দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট দল। এরপর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিদি। এরপরই পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নতুন অধিনায়ক নির্বাচনের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান মঙ্গলবার বলেন, ‘আমি সকালে সফররাজের সঙ্গে কথা বলেছি। স্বাভাবিকভাবেই তিনি আমাদের টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন। তার জন্য আমার শুভকামনা রইল’।

২০১৫ সাল থেকে সরফরাজ পাকিস্তান টি-টুয়েন্টি ও ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। ২১ টি টেস্ট, ২১ টি টি-টোয়েন্টি ও ৫৮ টি ওয়ানডে খেলার সরফরাজের উপর আস্থা রাখার কারণ তার অভিজ্ঞতা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।