মালয়েশিয়ান মন্ত্রী ইউক্রেন যাচ্ছেন


প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৯ জুলাই ২০১৪

মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ এর বিধ্বস্ত হওয়ার স্থানে তদন্তকারী দলের নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে শনিবার ইউক্রেনে যাচ্ছেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই।

মালয়েশিয়ার একটি তদন্তকারী দলকে পর্যবেক্ষণের জন্য শুক্রবার রাতেই ইউক্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে নিজের ইউক্রেনে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান তিয়ং লাই।

তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের নির্বিঘ্নে প্রবেশ নিশ্চিত করতে চাই। ওই এলাকায় তদন্তকারীরা যেন বিনা বাধায় প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতেই শনিবার রাতে ইউক্রেনে যাচ্ছি আমি।’

তদন্তকারীদের নিরাপত্তা ও বিধ্বস্ত হওয়া বিমানটির কোনো আলামত ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী (সাবেক পরিবহনমন্ত্রী) হিশাম উদ্দিন হুসেইন। এই দুর্ঘটনার মূল কারণ বের করে আনতে চান বলেও জানান তিনি।

এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আমরা এই দুর্ঘটনার আসল কারণ বের করে না আনা পর্যন্ত তদন্ত চালিয়ে যাব। যদি বিমানটি সত্যিই ভূপাতিত হয়ে থাকে তাহলে আমরা জানতে চাই এটি কিভাবে ভূপাতিত হল, কারা এটি ভূপাতিত করল।’

এ ব্যাপারে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে মালয়েশিয়া।

প্রসঙ্গত, রাশিয়ার সীমান্তের নিকটবর্তী ইউক্রেনের পূর্বাঞ্চলে ২৮৩ জন যাত্রী ও ১৫ জন ক্রু নিয়ে বৃহস্পতিবার বিধ্বস্ত হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি। এতে বিমানের ২৯৮ আরোহীর সবাই নিহত হন। সূত্র: রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।