স্যামির সমালোচনায় টনক নড়লো বোর্ডের


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

বোর্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বিরোধটা বেশ আগে থেকেই। বিশ্বকাপ টি-টোয়েন্টিতেও সেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ টি-টোয়েন্টি জিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে ধুয়ে দিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। তবে সেই সমালোচনার পর টনক নড়েছে বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজের সকল ক্রিকেটারদের সাথে দেখা করার কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড ক্যামেরন।

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পুরস্কার গ্রহণ করতে এসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে এক হাত নিয়ে স্যামি বলেন, ‘বোর্ড শুধু অবহেলা করে গেছে আমাদের। আমরা গ্রানাডার প্রেসিডেন্টের কাছ থেকে ইমেইলে শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম; কিন্তু আমাদের বোর্ডের কাছ থেকে তেমন কিছুই পাইনি। আমাদের কেউ খোঁজ রাখে না। এমনকি জানিও না পরবর্তীতে আর দেশের হয়ে খেলতে পারবো কি না। পরনে জার্সিটা পর্যন্ত নিজেদের জোগাড় করে খেলতে হয়েছে আমাদের।’

স্যামির এমন কথা বলার পরেই বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি ক্যামেরন জানান আগামী মাসেই ক্রিকেটারদের সাথে বসবে বোর্ড। তবে স্যামির কথাকেও হালকাভাবে নেননি তিনি। ক্যামেরন বলেন, ‘মে মাসেই আমরা বোর্ড থেকে ক্রিকেটারদের সাথে দেখা করবো। তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো। নির্বাচক, কর্মকর্তা ও ম্যানজমেন্ট ক্রিকেটারএর সব ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তা দিতে চাই।’

আইপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ ক্রিকেটারই এখন ভারতে অবস্থান করছে। আইপিএল শেষেই দেশে যাবে তারা।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।