মাদার তেরেসা মিশনারিজে অর্থ দান করলো গেইলরা


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৪ এপ্রিল ২০১৬

ম্যাচ জয়ের সাথে মন জয় করতে বেশ পারদর্শী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সেখানে বিশ্বকাপ হলে তো কথাই নেই। দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বেশ ফুরফুরে মেজাযে রয়েছেন গেইলরা। নাচে গানে মেতে উঠেছে পুরো ক্যারিবিয়ান অঞ্চল। ওয়েস্ট ইন্ডিজের নারী দলের পাশাপাশি পুরুষদলও একই দিনে চ্যাম্পিয়ন হওয়াতে আনন্দের পাল্লাটা একটু বেশিই ভারি। এ বছরটাকে ওয়েস্ট ইন্ডিজের বছর বললে ভুল হবে না। দুটা টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার পাশাপাশি অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ট্রফিও জিতেছে জুনিয়র গেইলরা।
 
শেষ ওভারে চার বলে চার ছক্কা মেরে বিনোদনের ষোলকলা পূর্ণ করা ড্যারেন স্যামিরা তাদের বিশ্বকাপ জয় থেকে অর্জিত অর্থ থেকে কিয়দংশ দান করলেন কলকাতায় অবস্থিত মাদার তেরেসা মিশনারিজে। ওয়েস্ট ইন্ডিজের ম্যানেজার রল লুইস এই অর্থ তুলে দেন মিশনারিজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

এই দলটাই বিশ্বকাপের আগে নিজেদের একটা জার্সি বানাতে হিমশিম খেয়েছিল। এমনকি বিশ্বকাপ খেলতে কলকাতায় আসার জন্য পর্যাপ্ত অর্থও পায়নি। আর তারাই বিশ্বকাপ শেষে অর্থ দান করে দিল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের এই উদারতা মনে রাখবার মত।

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।