বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজও


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

কলকাতার ইডেন গার্ডেনের উইকেট যে সত্যি সত্যি রহস্যময় আচরণ করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়েও। ১৫৫ রান যে ক্যারিবীয়দের জন্য বেশ কঠিন হবে তা আর বলারই অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই সেটা বোঝা যেতে শুরু করেছে।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ রান তুলতেই দলের সেরা তিন ব্যাটসম্যান ক্রিস গেইল, চালর্স জনসন এবং লেন্ডল সিমন্সকে হারিয়েছে ক্যারিবীয়রা। ডেভিড উইলি আর জো রুটের সাঁড়াসি আক্রমনের মুখে কোণঠাসা এখন ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ওভারেই দলীয় ১ রানের মাথায় আউট হন জনসন চার্লস। গেইল নিজের প্রথম বলে একটি বাউন্ডারি মারলেও দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে জো রুটের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন।

লেন্ডল সিমন্স ব্যাট করতে এসে প্রথম বলেই কোন রান না করে ডেভিড উইলির বলে এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬। ক্রিজে রয়েছেন ডো্য়াইন ব্রাভো এবং মারলন স্যামুয়েলস।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।