বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে এখন ৪৬ ওভারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৭ ডিসেম্বর ২০২৩

টস হয়েছে সময়মতোই। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার আগেই হানা দেয় বৃষ্টি।

বাংলাদেশ সময় ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। পরে জানানো হয়, মাঠ প্রস্তুত করে আধ ঘণ্টা বিলম্বে শুরু হতে পারে ম্যাচটি। তবে আধ ঘণ্টা পরও শুরু করা যায়নি খেলা। কারণ মাঝে আবার হানা দিয়েছিল বৃষ্টি।

এই বৃষ্টি এই রোদ। ডানেডিনে রোদ-বৃষ্টির লুকোচুরিতে প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে শুরু হচ্ছে ম্যাচটি। যদি আবার বৃষ্টি হানা না দেয়, তবে খেলা হবে ৫০ ওভারের বদলে ৪৬ ওভারের। অর্থাৎ দুই দলের ইনিংস থেকে ৪ ওভার করে কাটা হয়েছে।

এমএমআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।