গেইলদের জন্য ‘ক্রিকেটার’ উসাইন বোল্টের বার্তা


প্রকাশিত: ১২:০০ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

ক্রিস গেইলের সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব। দু’জনই জ্যামাইকান। উসাইন বোল্ট এর আগে বেশ কয়েকবার জানিয়েছিলেন, অ্যাথলেট না হলে তিনি ক্রিকেটারই হতেন। প্রিয় বন্ধু যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে, তখন গেইলদের জন্য বার্তা পাঠালেন গতি দানব উসাইন বোল্ট। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে নিজেই যেন ক্রিকেটার বনে গেলেন বোল্ট। ব্যাটিংরত তার একটি ছবিও পোস্ট করা হয়েছে আইসিসির টুইটার পেজে।

শুধুমাত্র গেইল-স্যামিদের জন্যই নয়, বোল্ট নতুন বার্তা নিয়ে আসলেন ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকেও। যে বার্তায় তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরকে শুভকামনা জানিয়েছেন তিনি। প্রথমবারের মত একই সাথে পুরুষ এবং নারী- দুই বিশ্বকাপেরই ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।

এক ভিডিও বার্তায় উসাইন বোল্ট বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ পুরুষ এবং নারী দলকে অনেক অনেক শুভকামনা জানাই বিশ্বকাপ টি-টোয়েন্টির ফাইনালে ওঠার জন্য। অল দা বেস্ট। আশা করছি ফাইনালে ভালো খেলবে তারা।’

নারী দল বিশ্বকাপ টি-টোয়েন্টির ফাইনালে লড়বে অস্ট্রেলিয়ার এবং ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল লড়বে ইংল্যান্ডের।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।