সুন্দরবনকে রক্ষার নির্দেশনা চেয়ে রিট


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

বিশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার আইনজীবী সৈয়দা শাহিন আরা লায়লি রিট আবেদনটি দায়ের করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিক শুনানির পর আগামী ৫ জানুয়ারি পরবতী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আইনজীবী সৈয়দা শাহিনের পক্ষে আদালতে আবেদনটি উপস্তাপন করেন অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভুইয়া। আবেদনে বলা হয়েছে- গত ৭ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া কার্গো সাউদার্ন স্টার ট্যাংকারটি তেল পরিবহনের উপযোগী ছিল না। সুন্দরবনের ৮০ বর্গ কিঃমিঃ জায়গায় উক্ত ট্যাংকারের ফার্নিশ অয়েল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের জীব বৈচিত্রসহ প্রাকিতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। যা পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর।

আবেদনে পরিবেশ ও বন মন্ত্রালয়ের সচিব, শিপিং কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।