সুযোগ কাজে লাগিয়েছেন সিমন্স


প্রকাশিত: ০৫:৫০ পিএম, ৩১ মার্চ ২০১৬

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচের জয়ের নায়ক ৫১ বলে ৮২ রান করা সিমন্স। জানালেন বিশ্বাস ছিল তারা এই ম্যাচ জিততে পারবে।

ম্যাচ শেষে এমনটাই বললেন তিনি। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটির পর তাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতে নিয়ে আসা হয়। নিয়মিত ওপেনার ফ্লেচারের পরিবর্তে তিনি এই ম্যাচ খেলেন।

দলে সুযোগ পেয়ে বলেন, ‌‘আমি পুরো ফ্লাইটে ঘুমিয়েছি। আফগানিস্তানের সঙ্গে খেলাটি শেষ হওয়ার পর আমাকে ফোন দিয়ে বলা হয়েছিল সেমিফাইনালের জন্য আমি ফিট কি-না। আমি হ্যাঁ বলেছিলাম। মুম্বাইয়ের হয়ে আমি আগেও খেলেছি। আর এই পিচ আমার বেশ পরিচিত ছিল। তাই জানতাম আমি এখানে ভালো করতে পারবো। এই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিলাম।’

তিনি আরও জানালেন, তিনবার জীবন পেয়ে ম্যাচ জেতাতে না পারলে তার অনেক খারাপ লাগতো। ‘আমি দুইবার নো বলে জীবন পেয়েছি, একবার বাউন্ডারি লাইনে ক্যাচের পরিবর্তে ছয় হয়েছে। তিনবার সুযোগ পেয়েও দলকে জেতাতে না পারলে খারাপ লাগতো।’

অধিনায়ক ড্যারেন স্যামির কথার বেশ প্রশংসা করেছেন তিনি। ‘আমরা যখন ব্যাটিংয়ে নামবো তখন স্যামি বলেছিল ওরা (ভারত) ১০ রান কম করেছে তাই আমাদের বেশ ভালো একটি সুযোগ আছে জয়ের। আমি সেটিই বিশ্বাস করেছিলাম।’

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।