বিশ্বকাপে আবারো ট্রফি দেয়া নিয়ে ভারতের নাটক!


প্রকাশিত: ০২:২০ পিএম, ৩১ মার্চ ২০১৬

ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ট্রফি দেয়া নিয়ে কম নাটক হয়নি। আইসিসির নিউম ভেঙে প্রেসিডেন্টের পরিবর্তে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার হাতে কাপ তুলে দেন তৎকালীন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এবার সেই শ্রীনিবাসনের পথেই হাটা শুরু করলেন তারই স্বদেশী শশাঙ্ক মনোহর। দূর্নীতির দায়ে শ্রীনিবাসনকে সরিয়ে চেয়ারম্যানের পদে আসীন হয়েছিলেন এই শশাঙ্ক মনোহর।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিবিএ) সূত্রে পাওয়া ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত এটুকু নিশ্চিত বর্তমান আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাসকে দিতে দেয়া হবে না বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি। সেক্ষেত্রে কাপ তুলে দেবেন শশাঙ্ক মনোহর। আগামী কয়েকদিনের ভেতরেই এ ব্যপারে নিশ্চিত খবর আসবে। ইতোমধ্যে কলকাতার ভেন্যু ইডেন গার্ডেন্সে এসে পৌছেছেন শশাঙ্ক।

গত বিশ্বকাপে আইসিসির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন মুস্তাফা কামাল। নিয়ম অনুযায়ী তার ট্রফি দেয়ার কথা থাকলেও তাকে উপেক্ষা করে ট্রফি তুলে দেন শ্রীনিবাসন। এই অপমানের জের ধরে পরে পদত্যাগও করেন মুস্তফা কামাল। পদত্যাগের পর তার জায়গায় সভাপতির পদে বসেন পাকিস্তানের জহির আব্বাস।

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।