ভারতের উড়ন্ত সূচনা


প্রকাশিত: ০২:০১ পিএম, ৩১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছে ভারত। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের পরিবর্তে সুযোগ পাওয়া আজিঙ্কা রাহানেকে নিয়ে ঝড়ো গতিতে ব্যাটিং শুরু করেন আরেক ওপেনার রোহিত শর্মা।

পাওয়ার প্লের শেষ ওভারে আন্দ্রে রাসেলের কাছ থেকে ২০ রান তুলে নেয় ভারতের দুই ওপেনার। প্রথম দুই বল থেকে দুটি ছক্কা হাঁকান রোহিত শর্মা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৬ ওভারে ৫৫ রান। রোহিত শর্মা ৪১ ও আজিঙ্কা রাহানে ১২ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।