ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ১২:১৩ পিএম, ৩১ মার্চ ২০১৬

ব্রিটনি কুপারের দায়িত্বশীল ব্যাটিং ও স্টেফানি টেলরের অলরাউন্ড নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কিউইদের ৬ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ক্যারিবীয়রা। ফলে ফাইনালে টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।  

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়কে র্যাচেল প্রিস্টকে হারায় নিউজিল্যান্ড। তবে তিন নম্বরে নেমে ইনফর্ম সুজি ব্যাটসকে নিয়ে দলের হাল ধরেন সোফি ডিভাইন। যদিও দলীয় ৪৩ ও ৪৯ রানে এ দুই ব্যাটসম্যানকে তুলে নিয়ে কিউইদের দারুণভাবে চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর এমি সেট্টার্থওয়াইটকে নিয়ে দলের হাল ধরেন সাড়া ম্যাকগ্লাসেন। চতুর্থ উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান দলের পক্ষে ৫৯ রান যোগ করেন। তবে ১৭তম ওভারে পরপর দুই বলে এ দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে আবার খেলায় ফিরে আসে ক্যারিবীয়রা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৭ রানে থামে তাদের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্টেফানি টেইলর ২৬ রানে ৩টি উইকেট পান। এছাড়া কন্নেল, ফ্লেচার ও কুইন্টাইন ১টি করে উইকেট নেন।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ক্যারিবীয় নারী ক্রিকেটাররা। শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেট জুটিতে স্টেফানি টেলরকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ব্রিটনি কুপার। এ দুই ব্যাটসম্যান দলের পক্ষে ৬০ রান যোগ করেন। এরপর দিয়েন্দ্রা ডট্টিনকে নিয়ে আরও একটি ৪৪ রানের জুটি গড়লে বড় সংগ্রহই পায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন কুপার। ৪৮ বল মোকাবেলা করে এ রান করতে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া টেলর ২৫, ডট্টিন ২০ ও হেইলি ম্যাথিউজ ১৬ রান করেন। শেষ দিকে মেরিসা আগুলিয়েরা ১৫ রানে অপরাজিত থাকলে, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

নিউজিল্যান্ডের পক্ষে সোফি ডিভাইন ২২ রান দিয়ে ৪টি উইকেট পান। এছাড়া মোরনা নিলসেন ১টি উইকেট নেন।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।