শ্রীলংকা থেকে ভিডিও বার্তায় দোয়া চাইলেন তাসকিন
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসি থেকে নিষিদ্ধ বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছেন বাংলাদেশের অন্যতম সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দেশে ফেরার পর বোলিং কোচ হিথ স্টিকের অধীনে বোলিং অ্যাকশন ক্রুটি সংশোধনের কাজে নেমে পড়েছিলেন তিনি। তবে এরই ফাঁকে কয়েকদিনের ছুটি নিয়ে কাজিনদের নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছেন এই পেসার। সেখান থেকেই ফেসবুকে পোস্ট করা সরাসরি এক ভিডিও বার্তায় ভক্তদের কাছে দোয়া চাইলেন তিনি।
বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসেন তাসকিন। এ সময় তিনি শ্রীলংকার নিগুম্বো সমুদ্র সৈকতে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি বলেন, ‘হ্যালো গাইজ, আশা করছি, সবাই ভালো আছেন। আমি এখন শ্রীলংকার নিগুম্বোতে। আসলে এখন আমাদের ছুটি চলছে, তাই আসলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। আমি আমার সাথে কাজিনদেরকে নিয়ে এসেছি এখানে। এ হচ্ছে তানভীর খান উজ্জ্বল। আমার বোনের হাজবেন্ড। আর ও হচ্ছে আমার আপন চাচাতো ভাই। ওকে দেখে বোঝা যায় না আসলে ও বাংলাদেশী না শ্রীলংকান; কিন্তু খুব ভালো হইছে যে, মানুষজন মনে করছে ও শ্রীলংকান। আপনারা যারা ভিডিওতে আছেন, তাদের ধন্যবাদ। আমি এখানে খুব উপভোগ করছি। আর সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরে আসতে পারি। এই জায়গাটার নাম হচ্ছে নিগুম্বো। এখান থেকে কাল যাবো কলম্বো। ওখান থেকে যাবো ক্যান্ডি। তারপর ইনশাল্লাহ যাবো মালদ্বীপ। ওখানে গিয়ে আরেকটা ভিডিও দেবো সবার জন্য। এটা (নিগুম্বো) খুব সুন্দর জায়গা। আমি একটু পরেই নামবো, একটু সাঁতার কাটার জন্য। যতটুকু পারা যায়। খুব ভালো লাগছে। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। take care guys, see you soon in the international cricket again...।’
আরটি/আইএইচএস/আরআইপি