‘ড্র নয় জিতলে ভালো লাগতো’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২১ নভেম্বর ২০২৩

লেবাননের বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশকে ৫ মিনিটের মধ্যে ম্যাচে ফিরিয়ে এনে দেওয়া শেখ মোরসালিন বলেছেন, ‘আমি গোল করে বাংলাদেশকে পয়েন্ট এনে দিতে পেরে অবশ্যই খুশি। তবে যদি ম্যাচ জিততে পারতাম, তাহলে আরো ভালো লাগতো।’

একটি গোল করেছেন, মিস করেছেন আরো দুটি। এ প্রসঙ্গে মোরসালিন বলেন, ‘পরের ম্যাচে আমি এই ভুলগুলো দূর করার চেষ্টা করবো।’

রাকিব হোসেন কার্ড সমস্যায় খেলতে না পারার কারণে জায়গা পেয়েছিলেন একাদশে। এটা কোনো চাপ ছিল কিনা জানতে চাইলে মোরসালিন বলেন, ‘অবশ্যই চাপ ছিল। লেবানন শক্তিশালী দল। রাকিব আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সে না থাকাটা আমাদের জন্য ক্ষতি ছিল। আমরা চেষ্টা করেছি তার অনুপস্থিতিতে যাতে ভালো খেলতে পারি। আমাদের সামনে আরো ম্যাচ আছে। সেগুলোতে আরো ভালো খেলতে হবে।’

লেবাননের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার থিঙ্কট্যাংক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘এই ম্যাচে আমাদের সবাই ভালো খেলেছেন। এটা একটি দারুণ খেলা ছিল। গোল হজম করে কিভাবে প্রত্যাবর্তন করতে হয়শ সেটাই দেখিয়েছে ছেলেরা। আমার বিশ্বাস পরের ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে ছেলেরা আরো ভালো খেলবে।’

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।