বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ব্রাজিল আর আর্জেন্টিনা-ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো। এমনই এক সুপার ক্লাসিকো মাঠে গড়াচ্ছে বুধবার ভোরে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার জাতীয় দল।
এর মধ্যে আরেক সুসংবাদ দুই দলের ভক্তদের। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও এবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়বে ব্রাজিল আর আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে ২৪ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সোমবার টুর্নামেন্টের শেষ ষোলতে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। অপেক্ষা ছিল তাদের প্রতিপক্ষের।
আজ (মঙ্গলবার) শেষ ষোলর আরেক লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা। এই ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তে যুবারা। এখন দেখা যাক, ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই কেমন জমে!
এমএমআর/এমএস