সামনে মুস্তাফিজের আসল পরীক্ষা : কপিল দেব


প্রকাশিত: ০৯:০৯ এএম, ৩১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে দলের প্রাপ্তির খাতা যখন শূন্য, তখন বল হাতে মুস্তাফিজের প্রাপ্তি অনেক। একের পর এক চমক দেখিয়ে তিন ম্যাচেই তুলে নিয়েছেন নয় উইকেট। তবে মুস্তাফিজকে সামনে আসল পরীক্ষা দিতে হবে বলে মনে করে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।

প্রথম আলোকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, মুস্তাফিজুরের বোলিং দেখে খুব ভালো লেগেছে। তবে ওর আসল পরীক্ষা সামনে। ওকে এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যখন নতুন, সারপ্রাইজ দেওয়া সহজ। প্রশ্ন হলো, সময় যত যাবে, তখনো কি সারপ্রাইজ দিতে পারবে? ওকে নিয়ে এখন অনেক কাটাছেঁড়া হবে। ব্যাটসম্যানরা ওর বোলিং বিশ্লেষণ করবে, ওকে খেলার উপায় বের করবে। মুস্তাফিজকেও তাই বোলিংয়ে নতুন নতুন অস্ত্র যোগ করতে হবে। আশা করি, সে তা করতে পারবে।

আরএ/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।