অধিনায়কত্ব ছাড়ার পরিকল্পনা নেই ডু প্লেসির


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ৩১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে দলের নেতৃত্বে ছিলেন ৩১ বছর বয়সী ডু প্লেসি। তবে দল হারলেও আপাতত অধিনায়কত্ব ছাড়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হিসেবে থাকতে চান ফাফ ডু প্লেসি। প্রোটিয়াদের নেতৃত্ব দিতে পছন্দ করেন জানিয়ে তিনি বলেন, সামনে আমাদের প্রচুর খেলা রয়েছে। হয়তো অনেকেই আগামী চার বছর পর্যন্ত টিকে থাকবে না। সে হিসেবে আমাদের নতুনদের জায়গা দিতে হবে। তবে অধিনায়কত্ব আমাকে সব সময় মজা দিয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকতে চাই।

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে ডু প্লেসিস চতুর্থ ব্যাটসম্যান, যিনি জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে এক হাজার রান করেছেন। বাকিরা হলেন- জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।