কাবাডি খেলোয়াড় জাকির আর নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

জাতীয় কাবাডি দলের খেলোয়াড় জাকির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্রেইনের টিউমার অপারেশনের পর দীর্ঘদিন ধরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ইন্তেকাল করেছেন বিজিবির এই সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

বিজিবি হেড কোয়ার্টারে জানাজা শেষে জাকিরের মরদেহ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী পাঠানো হয়েছে।

জাকির ঢাকায় অনুষ্ঠিত প্রথম দুটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে ছিলেন। অসুস্থতার কারণে এ বছর টুর্নামেন্ট খেলতে পারেননি।

তিনি ২০১৪ ও ২০১৮ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সদস্য ছিলেন।

জাকির হোসেনের মৃত্যুতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় দলের খেলোয়াড়রা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।