সাতক্ষীরায় ক্রিকেট মাঠে সৌম্য


প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ৩০ মার্চ ২০১৬

সাতক্ষীরার কলারোয়ায় ক্লেমন কলারোয়া ক্রিকেট একাডেমি আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার।

বুধবার বিকেলে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরার মাধবকাটি পঞ্চগ্রাম ক্রিকেট একাদশকে হারিয়ে যশোরের ঝিকরগাছা ক্রিকেট একাডেমি জয়লাভ করে।


এ সময় সৌম্যের কোচ সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আলহাজ আব্দুর রহিম বাবু, অ্যাড.শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, রেজাউল করিম লাভলু, বদরুজ্জামান বিপ্লব, হরিসাধন ঘোষসহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন।


খেলা পরিচালনা করেন জিএম মাসউদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সৌম্য সরকার। আগামী ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।