বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন যুবরাজ


প্রকাশিত: ১২:২১ পিএম, ৩০ মার্চ ২০১৬

মানিষ পাণ্ডেকে আগেই তার পরিবর্তে দলে নেয়া হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জানা গেলো বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন যুবরাজ সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে পায়ে চোট পেয়েছিলেন তিনি।

বাম পায়ের গোড়ালিতেই চোটটা পেয়েছিল যুবরাজ। তবে চেষ্টা করা হচ্ছিল সুস্থ করে তাকে ফিরিয়ে আনার; কিন্তু সেমিফাইনালের আগের দিন দুপুরে নিশ্চিত হয়ে গেল, খেলতে পারছেন না যুবি। সেমিফাইনাল তো খেলতে পারছেনই না, এমনকী দল ফাইনালে উঠলেও তিনি খেলতে পারবেন না। এমন অবস্থায় কভার হিসেবে আগেই ডেকে নেওয়া হয়েছিল মানিষ পাণ্ডেকে।

যুবরাজের জায়গায় কে, সে নিয়েও ভারতে চলছিল বিতর্ক। কখনও শোনা যাচ্ছিল আজিঙ্কা রাহানের নাম তো কখনও পবন নেগি। শেষ পর্যন্ত মানিষ পাণ্ডেকেই নেয়া হলো বিশ্বকাপ খেলার জন্য।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।