টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান কোহলি


প্রকাশিত: ০৬:০১ এএম, ৩০ মার্চ ২০১৬

ভারতের অন্যতম ব্যাটিং মাস্টার বিরাট কোহলি। তার ব্যাটিং তান্ডবে নাস্তানাবুদ প্রতিপক্ষের বোলাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উপর ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ম্যাচে ৫১ বল খেলে ৮২ রানে অপরাজিত ছিলেন কোহলি। এমন বিধ্বংসী ইনিংসের পর ভারতীয় এই অভিজ্ঞ ব্যাটম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে গোটা বিশ্ব। এদিকে আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সবার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছেন বিরাট কোহলি।

ব্যাটসম্যানদের তালিকায় অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চকে সরিয়ে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ৮৭১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন কোহলি। ৭৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের হয়ে ৫৪৮ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন সাকিব। আর ৫০৮ পয়েন্ট নিয়ে তামিম ইকবাল ৩৫ নম্বরে। ৪২৫ পয়েন্টে মাহমুদুল্লাহ রিয়াদ ৬১ নম্বর অবস্থানে আছেন। ৩৭৫ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিকুর রহিমের অবস্থান ৭৩তম।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।