‘মাশরাফির অবসর গুঞ্জন সঠিক নয়’


প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৭ মার্চ ২০১৬

মাশরাফিকে যেন অবসর নিতেই বাধ্য করতে চাচ্ছে কিছু মিডিয়া। প্রয়োজন নেই, কথা নেই, বার্তা নেই- হুট-হাট তাকে প্রশ্ন করে বসছে অবসর নিয়ে। যেন তাদের মহাদায়িত্ব পড়ে গেছে মাশরাফিকে অবসর নেয়ানোর। এ কারণে, কয়েকটি মিডিয়া খবরও প্রকাশ করে ফেলেছে, আগামী এপ্রিলেই হয়তো অবসর ঘোষণা দিতে পারেন ম্যাশ।

তবে বাংলাদেশ রঙ্গিন জার্সির সবচেয়ে সফল অধিনায়কের অবসরকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একে বলেছেন গুজব। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরেই মাশরাফির নেতৃত্ব ছাড়ার বা অবসর নেয়ার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র যে তোলপাড় চলছে গত দুদিন, তা থামিয়ে দিলেন বিসিবি প্রেসিডেন্ট।

আজ (রোববার) বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, ‘মাশরাফির অবসর সংক্রান্ত যেসব গুজব শোনা যাচ্ছে, তার কোনোটাই সঠিক নয়।’

মাশরাফির অবসর সংক্রান্ত গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে পাপন বলেন, ‘মাশরাফির নেতৃত্ব ছাড়ার গুঞ্জন সত্য নয়! এ নিয়ে কোনো ধরনের আলোচনাও হয়নি, মাশরাফি যতদিন চাইবেন দলকে সার্ভিস দেবেন।’

"
এর আগে গতকাল (শনিবার) নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের ম্যাচটি মাশরাফির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ কি না এই নিয়ে শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় সর্বত্র। কোনো কোনো প্রথম সারির মিডিয়া তো এটাও শিরোনাম করেছে যে, ‘মাশরাফির শেষ টি-টোয়েন্টি?’

গত বছর ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বে একের পর এক অসাধারণ সাফল্য আসার পর এ বছর এশিয়া কাপেও (টি-টোয়েন্টি) শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে সাড়া ফেলে দেয় বাংলাদেশ। ফলে মাশরাফির হঠাৎ অবসর গুঞ্জনে উদ্বিগ্ন হয়ে পড়া সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দেবে বিসিবি প্রধানের এই বক্তব্য।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।