জাতীয় সাঁতারে নিজের রেকর্ড ভাঙলেন সামিউল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ০০:২৬.৯০ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। গত জাতীয় সাঁতারে অংশ নিয়ে তিনি সময় নিয়েছিলেন ০০:২৭.৩৮ সেকেন্ড।

আজ (সোমবার) মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে ম্যাক্স গ্রুপ ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন রিয়ার এডমিরাল মো. মঈনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।

প্রতিযোগিতার প্রথম দিনে ১০ ইভেন্টের মধ্যে নতুন জাতীয় রেকর্ড হয়েছে একটি। প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য, ২টি ব্রোঞ্জ পদক, বাংলাদেশ সেনাবাহিনী ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ এবং বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পেয়েছে।

প্রতিযোগিতায় ৫৪টি দল অংশ নিচ্ছে। ২৬ বছর পর আবারও জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩৫ বছর পর জাতীয় সাঁতারে বিজিবি। জাতীয় সাঁতারে এক সময় নিয়মিত অংশ নিতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২, ১৯৭৪ ও ১৯৭৬ সালে জাতীয় সাঁতারে রানার্স আপ হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই চ্যাম্পিয়নশিপ দৌড়ে থাকেনি।

সর্বশেষ ১৯৯৭ সালে যেবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সাঁতারে অংশ নিয়েছিল সেবার নিবেদিতা দাস জিতেছিলেন ৪টি সোনা ও ২টি রুপা। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সাঁতারে অংশ নেয়নি। যদিও ২০১৩ সালে নামকা ওয়াস্তে একজন সাঁতারু অংশ নিলেও কোনো পদক পায়নি।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।