রেকর্ড গড়লেন সাব্বির


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৭ মার্চ ২০১৬

বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার সাব্বির রহমান। টি-টোয়েন্টির স্পেশালিস্ট হিসেবেই ২৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যানের বেশ পরিচিতি। টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার (২৬ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১২ রান করে ২০১৬ সালে সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ড গড়েছেন এই টাইগার ব্যাটসম্যান।

সর্বোচ্চ রান সংগ্রহে তার সাথে হাড্ডা হাড্ডি লড়াই চলছিল ভারতের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলির। ২০১৬ সালের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর কোহলির রান মোট রান ৪৫৪। অন্যদিকে ৪৬১ রান করে ২০১৬ সালের সর্বোচ্চ রান করে তালিকায় সবার শীর্ষে সাব্বির।

এর আগে ২০১২ সালে ১৩ ম্যাচ খেলে ৪৭২ রান করেছিলো নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ২০০৯ সালে লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান করেছিলেন ৪৭১ রান। ২০১২ তেই বিরাট কোহলি করেছিলেন ৪৭১ রান।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।