বিশ্বকাপ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৭ মার্চ ২০১৬

বাছাই পর্বের কয়েকটি সুখ স্মৃতিছাড়া পুরোটাই খালি হাত টাইগারদের। মূল পর্বের সবগুলো ম্যাচ হেরে খালি হাতেই বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে মাশরাফি-সাকিবরা। তবে এর মধ্যেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছে বাংলাদেশ। দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি।

রোববার সকালে দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বললেন সেটাই, ভারতের বিপক্ষে দল যেভাবে হেরেছে তাতে সত্যিই হতাশ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি, যেটা ভবিষ্যতে টি-টোয়েন্টিতে আমাদের যথেষ্ট কাজে দেবে।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাসকিন আহমেদ ও আরাফাত সানির মতো দুই বোলারকে হারানোটাও দলের ওপর প্রভাব ফেলেছিল বলেই জানান মাশরাফি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।