কম্বিনেশনের জন্যই নাসিরকে নেয়া হয়নি: মাশরাফি


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৭ মার্চ ২০১৬

ভারতের বিপক্ষে ১ রানের হারের পর নাসিরকে নিয়েই বেশি আলোচনা হয়েছে। দলের হারের জন্য অনেকে বাংলাদেশ দলের সবচেয়ে সেরা ফিনিসার খ্যাত এ অলরাউন্ডারকে না খেলানোকেও দায়ী করেছেন। সবারই মতামত ছিল, শুভাগতর জায়গায় নাসির থাকলে হয়তো শেষ বলটি ব্যাটে লাগাতে পারতেন। এ কারণে অনেকেই ভেবেছিলেন শেষ ম্যাচে হয়তো দলে সুযোগ পেতে পারেন নাসির; কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ার পরও নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচেও ছিলেন না তিনি।

তবে নাসিরকে দলে না নেয়ার বিষয়ে দলের অধিনায়ক মাশরাফি বলেন, আসলে এই সিদ্ধান্তটি একক ভাবে হয় না। সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হয়। আমরা যখন মনে করেছি শুভাগতকে খেলাতে হবে, তাকেই মাঠে নামিয়েছি। মূলত কম্বিনেশনের জন্যই নাসিরকে নামানো হয়নি। রোববার (২৭ মার্চ) কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে ঢাকায় পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি নাসির দুর্দান্ত একজন খেলোয়াড়। আশা করব, সে নিজের খেলাটাকে আরও উন্নত করবে। বাংলাদেশ দলকে সে আরও অনেক দিন সেবা দেবে বলেই আমার বিশ্বাস।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।