রোববার সকালেই ফিরছেন মাশরাফিরা


প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

সুপার টেনের চারটি ম্যাচের সবগুলোতেই হার। বাছাই পর্বের কয়েকটি সুখ স্মৃতিছাড়া পুরোটাই খালি হাত টাইগারদের। সুতরাং খালি হাতেই ফিরতে হবে দেশে। কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের লজ্জাজনক পরাজয় দিয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সুতরাং, কলকাতা থেকে এবার দেশে ফেরার পালা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল (রোববার) সকালেই ঢাকায় ফিরে আসবেন মাশরাফিরা। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে রোববার সকাল ৯টা ১০মিনিটে ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ দল।

এশিয়া কাপের ফাইনাল খেলে ভারত যাওয়ার পর বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। নেদারল্যান্ডস এবং ওমানকে হারিয়ে সেই যোগ্যতা অর্জন হয়েছিলও। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। মূল পর্বে ওঠার পর লক্ষ্য ছিল সেমিতে ওঠার জন্য লড়াই করা।

তবে টানা চার ম্যাচে হেরে সেমিতে ওঠার স্বপ্ন জলাঞ্জলিই দিতে হয়েছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ দুটি হেরেছে বাংলাদেশ। ওই দুটি ম্যাচে জয় পেলে সেমির সম্ভাবনা টিকে থাকতো। ভারতের কাছে শেষ তিন বলের থ্রিলারেই হারতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশ দলের সবাই অবশ্য কাল দেশে ফিরছেন না। কলকাতায় কয়েকদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিযেছেন শুভাগত হোম। তিনি দেশে ফিরবেন ৩০ মার্চ। এছাড়া ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল কলকাতা থেকেই ছুটি কাটাতে চলে যাবেন লন্ডন। চুক্তি শেষ বলে আসবেন না এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কম্পিউটার বিশ্লেষকের দায়িত্ব পাওয়া পানিশ শেঠিও। কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য বিদেশি সদস্যরা ছুটিতে যাবেন ঢাকায় এসে।

গত বছর নভেম্বর থেকে টানা ক্রিকেটীয় ব্যস্ততার মধ্যদিয়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকটোরদের। এবার একটা লম্বা ছুটির মধ্যে পড়তে যাচ্ছেন তারা। আগস্টের শেষ সপ্তাহে ভারতে এক টেস্টের সফরে যাবে বাংলাদেশ দল। আপাতত তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো খেলা নেই। এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী অক্টোবরে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। দুই টেস্ট, তিন ওয়ানডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচও হবে ওই সিরিজে।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবেন। যদিও লিগ শুরুর দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সবাইকে ছাড়িয়ে সাকিব ও মুস্তাফিজ অবশ্য আরও বেশি ব্যস্ত হয়ে পড়বেন বিশ্বকাপে পরপরই। কারণ, কদিন পরই যে আবার ভারতে যাবেন তারা দু’জন, আইপিএল খেলতে। ৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।