নিভে গেলো ফ্ল্যাড লাইট, খেলা বন্ধ


প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৬ মার্চ ২০১৬

নিউজিল্যান্ডের বোলারদের সামনে মাত্র ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ। পরাজয়ের শঙ্কায় যখন ধুঁকতে শুরু করেছে টাইগাররা, তখনই বিপত্তি বেধেছে কলকাতা ইডেন গার্ডেনের ফ্ল্যাড লাইট নিয়ে। হঠাৎই নিভে যায় স্কোর বোর্ডের উপরের ফ্ল্যাড লাইটটি। যদিও বাকি তিনটা ঠিক ছিল। তাতেই খেলা বন্ধ থাকলো প্রায় ১০ মিনিট। 

তবে, প্রায় ১০ মিনিটের বেশি বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। এরই মধ্যে ফ্ল্যাড লাইট ঠিক করে আনে মাঠকর্মীরা।

তার আগে, বোলারদের নৈপুন্যে ১৪৫ রানের মধ্যে নিউজিল্যান্ডকে বেধে রাখতে পারলো বাংলাদেশ। ব্যাটসম্যানদের দায়িত্ব এই ম্যাচে জয় উপহার দেয়ার। কিন্তু ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে একি করছে ব্যাটসম্যানরা! একের পর এক উইকেট হারাতে হারতে সত্যি সত্যি কোণঠাসা অবস্থায় পড়ে গেলো বাংলাদেশ। ১৪৬ রানকেই এখন মনে হচ্ছে অনেক দুর। ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। এরপর ৪৩ রানে ৫ম এবং ৪৪ রানে পড়লো ৬ষ্ঠ উইকেট।

দুর্ভাগ্যের শুরুটা হলো তামিম ইকবালের রানআউট দিয়ে। দ্বিতীয় ওভারের শেষ বলেই মোহাম্মদ মিঠুনের সঙ্গে দ্রুত রান তুলতে গিয়ে কলিন মুনরোর সরাসরি থ্রোতে রানআউট হয়ে গেলেন তামিম। ৬ষ্ঠ ওভারে এসে ম্যাকক্লেনঘানের বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন মোহাম্মদ মিঠুন। ১৭ বল খেলে তিনি রান করলেন ১১টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সব সময়ই দারুণ ব্যাট করেন সাকিব। আশা ছিল তাকে নিয়ে। কিন্তু মাত্র ২ রান করে তিনিও আউট হয়ে গেলেন। মিচেল সান্তনারের স্লো বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে নাথান ম্যাককালামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। ৩৩ রানে পড়ে তৃতীয় উইকেট। ৩৮ রানের মাথায় সাব্বির রহমান আউট হয়ে যান।

ম্যাককুলামের বলে ছক্কা মারতে গিয়ে তিনি ক্যাচ তোলেন মিচেল সান্তনারের হাতে। এরপর মাঠে নামেন সৌম্য সরকার; কিন্তু ৮ বলে ৬ রান করে আউট হয়ে গেলেন সৌম্য সরকারও। চার উইকেট পড়ে যাওয়ার পর তার উচিৎ ছিল একটু দেখে-শুনে খেলা। কিন্তু ক্রিজ ছেড়ে দিয়ে এসে শট খেলতে গেলেন তিনি। ফলটাও পেয়ে গেলেন হাতে-নাতে। স্ট্যাম্পিং হয়ে গেলেন সৌম্য।

এবার জুটি বাধেন বাংলাদেশের অন্যতম ভরসার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। আগের ম্যাচে তারা দু’জন যে ভুল করেছিলেন, আজ সুযোগ ছিল তাদের সেই ভুলের দায় মোচন করা। কিন্তু ২ বল খেলে কোন রান না করেই বোল্ড হয়ে গেলেন মুশফিক! ৪৪ রানে পড়লো ৬ষ্ঠ উইকেট।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৪৫। উইকেটে রয়েছেন মাহমুদুল্লাহ ৪ এবং শুভাগত হোম ১ রানে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।